নেছারাবাদে পিক আপ ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ১
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৫:০৫ পিএম (ভিজিটর : ৩৯১)
নেছারাবাদে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মো .জাহারুল ইসলাম(৫০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাতটার দিকে স্বরূপকাঠী বরিশাল সড়কের অলংকারকাঠী (ইভা ব্রিকফিল্ড) সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে ওই দিন সকালে মাছ বহনকারী একটি পিক আপ আগৈলঝাড়া থেকে স্বরূপকাঠীর দিকে আসতেছিল। এ সময় বিপরীত দিক স্বরূপকাঠী থেকে কুনিয়ারি যাওয়ার সময় অটোরিকশা টির সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশা চালক মো. জাহারুল গুরুতর আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত মো. জাহারুল কে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মো. জাহারুল ইসলাম উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।