পশ্চিমবঙ্গে বীরভূমে অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে হত্যা!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ এএম (ভিজিটর : ২১৩)
দুর্গা পুজো ষষ্ঠীর সকালে পরিত্যক্ত ধাবার কাছে মিলল অন্তঃসত্ত্বা মহিলার অগ্নিদগ্ধ দেহ। অত্যাচারের জেরে গর্ভস্থ শিশু মৃতার দেহের বাইরে চলে আসে বলে খবরে প্রকাশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মল্লারপুর থানা এলাকায়।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, ষষ্ঠীর সকালে বীরভূমের মল্লারপুর থানা এলাকার সাতবেড়িয়া মোড় এলাকার চাষিরা কাজে যাওয়ার সময় দেখতে পায় এই ভয়ংকর দৃশ্য। দেখেন পরিত্যক্ত ধাবার পিছনের দিকে পড়ে রয়েছে এক মহিলার দগ্ধ দেহ। পাশে পড়ে রয়েছে অপরিণত শিশু ও একটি রাসায়নিকের বোতল। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। দ্রুত খবর দেওয়া হয় থানায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাকে ওই ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে হত্যা করা হয়। প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয় দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি গোটা ঘটনা স্পষ্ট হবে।