কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:০০ পিএম (ভিজিটর : ১৬৬)
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে ৯০ আসনের বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট ৪৮ টি আসন লাভ করে জম্মু কাশ্মীর বিধানসভায় জয়ী হয়েছে ফারুক আব্দুল্লাহর। অপরদিকে বিজেপি পেয়েছেন ২৯টি আসন। ভোটে জয়ের পরই জম্মু- কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আব্দুল্লাহর নাম ঘোষণা করেছেন ফারুক আব্দুল্লাহ। কারাগারে আটক থাকা নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার পাশাপাশি কাশ্মীরের গণমাধ্যম অবাধ ও মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্রে প্রকাশ, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন বলে মঙ্গলবার (৮ অক্টোবর ) শ্রীনগরে ফারুক আব্দুল্লাহ ঘোষণা করেছেন। গত ১০ বছরের মধ্যে জম্মু ও কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের জয় স্পষ্ট হওয়ার পরে প্রবীণ রাজনীতিবিদ এই ঘোষণা দেন।
ফারুক আব্দুল্লাহ এদিন সাংবাদিকদের বলেন, " ১০ বছর পর জনগণ আমাদের তাদের ম্যান্ডেট দিয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। এখানে পুলিশের রাজত্ব নয়, এখানে জনসাধারণের রাজত্ব থাকবে। আমরা নিরাপরাধ ব্যক্তিদের জেল থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। মিডিয়া স্বাধীন থাকবে। আমাদের হিন্দু ও মুসলমানদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।"