মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি স্কুল শিক্ষার্থী নিহত
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:১৯ পিএম (ভিজিটর : ৫৯৯)
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর এলাকায় (বাঁশঝাড়ের কবরস্থানের পাশে) সড়ক দুর্ঘটনায় ঝিনুক নামে (১০) বছরের এক শিশু আরোহী পাইমারি স্কুলের শিক্ষার্থী নিহত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) মদন -মোহনগঞ্জ সড়ক দিয়ে মেদিপাথরকাটা গ্রাম থেকে মিশুক দিয়ে বাখরপুর নামক স্থানে গিয়ে মিশুকটি মোড় ঘুড়ানোর সময় উল্টে যায়। মিশুকে থাকা ঝর্ণা আক্তারের ছেলে ঝিনুক ওরফে রনি ছিটকে মিশুকের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের ৫নং ওর্য়াড মেদিপাথরকাটা গ্রামের মোঃ রুকেল মিয়ার ছেলে ঝিনুক ওরফে রনি। রনি ২৯ নং সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, রনির লাশ নেওয়ার জন্য অভিভাবকসহ শিক্ষার্থীরা এসেছিল । পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে নিহতের লাশ অভিভাবকের কাছে দিয়ে যাওয়া হয়েছে। মিশুকটি অন্য কোনো কিছুর সঙ্গে সংর্ঘষ হয়নি। মোড় ঘুড়তে গিয়ে উল্টে শিশুটি নিচে পরে মারা যায়।