ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




বিশ্ব শোভন কর্মদিবসে ওশি ফাউন্ডেশনের আলোচনা ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ১৯০)
বিশ্ব শোভন কর্মদিবসে শ্রমিকের অধিকার, ন্যয্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ, কাজের সমান সুযোগ সৃষ্টি ও আইএলও কনভেনশন ১০২ অনুসমর্থনের দাবি জানিয়ে আলোচনা সভা ও মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। 

ওশি ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশ সোশ্যাল প্রোটেকশন অ্যাডভোসি নেটওয়ার্ক-বিএসপিএএন প্রকল্পের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ও ’বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে মিরপুর ওশি অফিসে অনুষ্ঠিত পৃথক মানববন্ধন ও আলোচনায় বক্তারা বলেন,  শ্রমিকরা কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে।

 ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা আইএলও কনভেনশন ১০২ অনুসমর্থনের জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, শ্রমিকের সুরক্ষা, নিরাপত্তা ও সোশ্যাল প্রটেকশনে যে স্ট্যান্ডার্ড বলে দেয়া হয়েছে তা বাস্তবায়নে এই কনভেনশনে অনুসাক্ষর করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর নারী কমিটির সভাপতি ফরিদা আকতার তার বক্তব্যে বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে শ্রমিকদেরই আওয়াজ ওঠাতে হবে। 

আলোচকরা বলেন, শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই। অসুস্থতা, বার্ধক্য, এবং পেশাগত দুর্ঘটনা, আঘাত এবং মৃত্যু ইত্যাদির জন্য ক্ষতিপূরণে ও অবসরকালীন ভাতা ব্যবস্থা না থাকায় শ্রমিকরা সবসময় আর্থিক ঝুঁকির মধ্যে থাকেন। সার্বজনীন পেশনশন স্কিমে অন্তর্ভূক্তি আর্থিক নিরাপত্তা বাড়াবে ও আর্থিক স্থিতিশীলতা সৃষ্টি করবে উল্লেখ করে এতে শ্রমিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয় মানববন্ধন থেকে। 

মানববন্ধন ও আলোচনায় তৈরি পোশাক খাতের কর্মী; ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের সদস্য, ওশি ফাউন্ডেশনের স্টাফ ও বিভিন্ন যুব ও সুশীল সমাজ এবং উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেন।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]