ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




রোহিঙ্গা বৃদ্ধা নারীর পুঁতে রাখা লাশ উদ্ধার!
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ১৬৩)
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে পুঁতে রাখা এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৯০ বছর। রবিবার (৬ অক্টোবর)দিবাগত  রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া নোয়াখালীর পশ্চিম পাড়া মেরিন ড্রাইভের পাশে খালি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ বলছেন, মানবপাচারকারীরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গার দল নিয়ে আসে। এ সময় তাদের সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুটপাট করে। এতে ওই রোহিঙ্গা নারীর মৃত্যু হলে তার লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়। 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের পাশে মাটির নিচ থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা লাশটি পুঁতে রেখেছে। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন দালালের নাম পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হচ্ছে।স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর বলেন, মানবপাচারকারীরা প্রতিনিয়ত রোহিঙ্গা পারাপার করছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার নৌকায় রোহিঙ্গাদের একটি দল মিয়ানমার থেকে সৈকত দিয়ে প্রবেশ করে। সে সময় ওই রোহিঙ্গা নারীর মৃত্যুর ঘটনা ঘটে বলে শুনেছি। তখন নৌকায় থাকা বেশ কিছু রোহিঙ্গার স্বর্ণ ও টাকা লুটপাট চালায় মানবপাচারকারীরা।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]