চেন্নাইয়ে " এয়ার শো" তে ব্যাপক ভিড়, প্রচন্ড গরমে মৃত ৪, অসুস্থ কমপক্ষে ২৩০ জন
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৫:১০ পিএম (ভিজিটর : ১৬৮)
ভারতের বায়ুসেনার " এয়ার শো" দেখতে গিয়ে চেন্নাইয়ের মারিনা বিচে মৃত্যু হল ৪ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২৩০ জন। সূত্রে প্রকাশ, এর মধ্যে ১ জন মারা গিয়েছেন হিট স্ট্রোকে। বাকি ৩ জনের মৃত্যু হয়েছে ভিড়ের চাপে। কর্তৃপক্ষ স্বীকার করেছে, অতিরিক্ত গরমের পাশাপাশি প্রচন্ড ভিড়ের জেরে বিপত্তি ঘটেছে। এর ফলেই অনেকে অসুস্থ হয়ে পড়েন।
রবিবার (৬ অক্টোবর ) ছিল ভারতীয় বায়ুসেনার ৯২ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে চেন্নাইয়ে বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। সকাল ১১ টা থেকে শো শুরু হওয়ার কথা ছিল। তার আগেই প্রচুর জনতা এসে ভিড় জমান শহরের সমুদ্র সৈকতে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ প্রকট হয়। যার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
এই ঘটনায় মৃত্যু হয়েছে পেরুঙ্গালাথুরের বাসিন্দা শ্রীনিবাসন (৪৮), তিরুভোত্তিউরের বাসিন্দা কার্তিকেয়ন (৬৪), কোরুতুপেটের বাসিন্দা জনের (৫৬) এবং দিনেশ (৪৫)। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২৩০ জনকে।
এদিকে এই ঘটনায় তামিলনাড়ুর ডিএমকে সরকারকে তোপ দেগেছেন রাজ্যের বিজেপি প্রধান আন্নামালাই।