ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বৃষ্টি কমে আগামী সপ্তাহে গরম বাড়বে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ৪৫৫)
দেশজুড়ে প্রায় টানা চার দিন বৃষ্টি হয়েছে। গত শনিবার বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমে এসেছে। রোববার সকাল থেকে বৃষ্টি আরও কমে গেছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার জন্য দেশের চার বন্দরকে দেওয়া সতর্কসংকেতও উঠিয়ে নিতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। আগামী শনিবার থেকে গরম বাড়তে পারে। আগামী মঙ্গলবারের (১৫ অক্টোবর) পর থেকে গরম আরও বাড়তে পারে। তিনি বলেন, এবার যে বৃষ্টি হলো, তা মূলত লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে এবারের বৃষ্টির মধ্য দিয়ে মৌসুমি বায়ু বিদায় নেবে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com