ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপিত হয়েছে : আইএবি
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৪১ পিএম আপডেট: ০৬.১০.২০২৪ ৬:৪৫ পিএম  (ভিজিটর : ৬৫৪)
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ পরবর্তী ব্রিফিং এ পীর সাহেব চরমোনাই'র বক্তব্য কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল শনিবার (৫ অক্টোবর) ৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে যমুনায় সাক্ষাৎ শেষে দেয়া ব্রিফিং এর সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনলাইন, সময় টেলিভিশন অনলাইন, আরটিভি অনলাইন, বাংলাদেশ প্রতিদিন অনলাইন, বাংলাদেশ জার্নাল, আলোচিত বাংলাদেশ ও বার্তাবাজারসহ কোন কোন গণমাধ্যম পীর সাহেব চরমোনাই বলেননি এমন মনগড়া শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে। যে কারণে সরাসরি প্রচারিত সংবাদ এর সাথে উপরোল্লিখিত গণমাধ্যম সমূহের সংবাদে পাঠক মিল খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়েছে।  

প্রকাশিত বিভ্রান্তিকর ২টি শিরোনাম হলো- ১. "আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে-ইসলামী আন্দোলন বাংলাদেশ " 
২. নির্বাচনে আওয়ামী লীগ কে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ" অথচ এ প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই গণমাধ্যমের সামনে বলেছিলেন-" স্বৈরাচার, খুনি এবং ফ্যাসিস্ট যারাই হোক তারা যাতে নির্বাচন করার সুযোগ না পায় এটাও আমরা উপদেষ্টাদের কে বলেছি।" 

পীর সাহেব চরমোনাই কোন রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার মতো কোন শব্দ উচ্চারণ না করার পরেও "আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে" এমন কথা পীর সাহেব চরমোনাই এর নামে চালিয়ে দেয়া গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। দেশের মানুষ প্রত্যাশা করে গণমাধ্যম বস্তুনিষ্ঠ থেকে দায়িত্ব পালন করবে। 

দেশবাসীর প্রত্যাশার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাকরে সংশ্লিষ্ট গণমাধ্যমের সংবাদে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা দূরীকরণে অত্র সংশোধনী যথাযথভাবে প্রকাশ করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবে।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]