ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




পইলে চাঁদা তুলে রাস্তা সংস্কার করলেন গ্রামবাসীরা
হবিগঞ্জ জেলা সংবাদদাতাঃ
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:২৬ পিএম আপডেট: ০৬.১০.২০২৪ ৩:২৯ পিএম  (ভিজিটর : ৭০০)
হবিগঞ্জ সদর উপজেলার ৪ নং পইল ইউনিয়নে দীর্ঘদিনের বেহাল রাস্তা চাঁদা তুলে সংস্কার করলেন এলাকাবাসী নিজেরাই।

জানা যায়, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভিতরে পইল পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম জাহানের বাড়ি থেকে আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ফুট রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা কোনভাবেই দৃষ্টি দিচ্ছিলেন না। মাটির ১ হাজার ফুট রাস্তা অল্প বৃষ্টিতেই কাদা ও পানি জমে পিচ্ছিল হয়ে যেত। প্রায়ই স্কুল কলেজ-গামী শিক্ষার্থী ও  বয়স্ক নারী পুরুষ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতো। অবশেষে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করার লক্ষ্যে চাঁদা তুলে এলাকাবাসী নিজেরাই সংস্কারে উদ্যোগ নিলেন। শনিবার ৫ অক্টোবর সকাল ১০টার দিকে এলাকাবাসী নিজেরাই রাস্তাটিতে ইট সলিং করা শুরু করেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর নামের এক যুবক অভিযোগ করে জানান, শুধু এই রাস্তাই নয়। পশ্চিম পাড়া গ্রামের প্রায় প্রতিটা রাস্তারই বেহাল দশা। এরপরও স্থানীয় জনপ্রতিনিধিরা এই গ্রামের রাস্তাঘাট সংস্কারে উদাসীন। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী উদ্যোগ নিয়ে নিজেরাই চাঁদা তুলে  ১ হাজার ফুট রাস্তা ইট সলিং কাজ শুরু করেছেন। প্রথম দিন প্রায় অর্ধেক রাস্তা সলিং করা হয়েছে। বৃষ্টির জন্য বাকী কাজ শেষ করা যায়নি। আগামীকাল বৃষ্টি না হলে সকাল থেকে কাজে ধরা হবে। আশা করছি দুপুরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]