মেঘালয়ে হড়পা বানে মৃত অন্তত ১০
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:২৯ পিএম (ভিজিটর : ২২৬)
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মেঘালয়। দফায় দফায় হড়পা বানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধস নেমেছে গারো পাহাড়ের পশ্চিম অংশে। মেঘালয়ের একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চলছে উদ্ধার কাজ।
শনিবার (৫ অক্টোবর ) গারো পাহাড়ের পশ্চিম এবং দক্ষিণ অংশে একাধিক বার ধস নেমেছে। হড়পা বান ও হয়েছে দফায় দফায়। ১০ জনের মৃত্যু ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে। মেঘালয়ের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
শনিবার (৫ অক্টোবর ) সকালে মেঘালয়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।