বরযাত্রী বোঝাই বাসটি হরিদ্বার থেকে যাচ্ছিল পাউরির বিরনখাল গ্রামে। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাউরি জেলার কাছে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান উত্তরাখন্ড বিধানসভার স্পিকার রীতু খান্ডুরী। কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। রাত সাড়ে ৮ টায় পাউরি জেলার সিমান্ডি গ্রামের কাছে ঘটনাটি ঘটে।
জানা গেছে, বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা বাসযাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। শনিবার (৫ অক্টোবর ) সকালে ও উদ্ধার কাজ জারি রয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫ ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com