ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
ই-পেপার শনিবার ● ১২ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




৪০ দিন জামাতে নামাজ আদায় করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:০২ পিএম  (ভিজিটর : ১৯৭)
চট্টগ্রামের সাতকানিয়ায় ৪০ দিনব্যাপী জামাতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীতার আয়োজন করেন, স্থানীয় সামাজিক সংগঠন জে. এম. ফাউন্ডেশন। 

অনুষ্ঠানে জে. এম. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হারুন সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোখতার আহমদ চৌধুরী, মৌলানা এজহারুল হক নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন ও ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনামুল হক মানিক। মাস্টার আবুল বশর ও মোহাম্মদ কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ১২টি বাইসাইকেল ও ২৪টি পড়ার টেবিলসহ মোট ৫১টি পুরস্কার জামাতে নামাজ আদায় করা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]