ছত্তিশগড়ে ৩০ মাওবাদী নিহত, ২০২৬ এর মধ্যেই " লাল সন্ত্রাস" মুক্ত হবে ভারত ?
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:৫৭ পিএম (ভিজিটর : ৩৮১)
২০২৬ সালের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গঠনের হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে শুরু হয়েছে অল আউট অভিযান। শুক্রবার (৪ অক্টোবর ) ভারতের ছত্তিশগড়ের বস্তারে তেমনই অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল ৩০ মাওবাদী। পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার (৪ অক্টোবর ) অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ ২ পক্ষের গুলির লড়াই চলার পর ৩০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখন ও চলছে তল্লাশি অভিযান।
পুলিশ তরফে জানা যায়, মৃত মাওবাদী সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি একে ৪৭ রাইফেল, ১টি এসএলআর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক। প্রশাসন সূত্রে প্রকাশ, মাওবাদীদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৭টি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে।