ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মণিরামপুরে চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত
মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ২:২৮ পিএম  (ভিজিটর : ৩৮১)
১৫ টাকা কেজি মূল্যের চাল বিতরণের তালিকা প্রণয়ন নিয়ে মণিরামপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মোল্লা মিজান (৩৯), হাফিজুর রহমান (৪৫), ফারুক হোসেন (২৬), হাফিজুর (৪২), হৃদয় হোসেন (১৮), শাহিন (২০) এবং শাওন হোসেন (২৭)। আহতদেরকে মণিরামপুর ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ঢাকুরিয়া ইউনিয়নের (৪, ৫ ও ৭ নম্বর) ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৯ জন সুফলভোগী রয়েছেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তালিকাভূক্ত সদস্যদের মাঝে চাল বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তালিকাভূক্ত সদস্যদের নিয়ে ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মতিয়ার রহমান এবং থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বেলা সাড়ে ১১টার দিকে মতিয়ার পক্ষের তরিকুল ইসলাম নামে এক কর্মীর নেতৃত্বে ঢাকুরিয়া বাজারে একটি মিছিল বের হয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার এক পর্যায় সংর্ঘষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হন।

ডিলার জাহিদুল ইসলাম জানান, সংঘর্ষের কারণে চাল বিতরণ করতে ব্যর্থ হয়। অবশ্য, চাল বিতরণ কার্যক্রম বন্ধের বিষয়টি জানা নেই বলে দাবি করেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।সংশ্লিষ্ট ইউপি মেম্বর সাথী বেগম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মঙ্গলবার (১ অক্টোবর) চাল তুলে ঢাকুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেনের দোকানে মজুদ করা হয়। বৃহস্পতিবার চাল বিতরণের আগে তালিকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনাবাহিনী, থানা পুলিশ ঘটনাস্থলে যান।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিশাত তামান্না বলেন, চাল বিতরণ কার্যক্রম আপতত বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com