প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ২:১৫ পিএম (ভিজিটর : ২৬৫)
ভারতের উত্তরপ্রদেশের আমেঠিতে নৃশংস হত্যাকান্ড। প্রকাশ্যে বাড়িতে ঢুকে এক সরকারি স্কুলের শিক্ষকের গোটা পরিবারকে খুন করল দুস্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। বাধ্য হয়ে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ) আমেঠির ভবানীনগরে এক দলিত শিক্ষকের বাড়িতে হঠাৎই ঢুকে যায় জনাকয়েক দুস্কৃতী। গুলি করে খুন করা হয় সুনীল কুমার নামের ওই শিক্ষক, তাঁর স্ত্রী পুনম কুমারী এবং ২ শিশু কন্যাকে। ২ শিশুর ১ জনের বয়স ৬ বছর, আর ১ জনের বয়স মাত্র ১ বছর। পরিবারের ৪ সদস্যকেই গুলিতে ছারখার করে দেয় দুস্কৃতীরা। জানা যায়, সুনীল কুমার নামের ওই শিক্ষক ভবানীনগরে ভাড়া বাড়িতে থাকতেন। কিছুদিন আগেই তাঁর স্ত্রী, প্রাণহানির আশঙ্কায় থানায় অভিযোগ ও দায়ের করেন। তারপরই প্রাণহানির আশঙ্কায় থানায় অভিযোগ ও দায়ের করেন। তারপরই বৃহস্পতিবার (৩ অক্টোবর ) হামলা।
পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনার মূল ৪ অভিযুক্তই পলাতক। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোল এবং ১টি কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা উত্তরপ্রদেশে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে এসসিএসটি আইনে মামলা করা হয়েছে। বাধ্য হয়ে বিবৃতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, অবিলম্বে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।