টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, জায়গায় জায়গায় ধস, মৃত ১
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬:৪০ পিএম (ভিজিটর : ১৮৯)
২৪ ঘন্টার বৃষ্টিতে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং। জেলা জুড়ে ব্যাপক ধস নেমেছে। প্রাণ গিয়েছে ১ বৃদ্ধের। সবমিলিয়ে পুজোর মুখে ব্যাপক ক্ষতির মুখে " পাহাড় সুন্দরী "। প্রশাসন সূত্রে প্রকাশ, মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। সুখিয়া ব্লকের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ) সকালে খবর পেয়ে গ্রামে যান বিডিও ও পুলিশ আধিকারিকরা। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রশাসন সূত্র থেকে জানা গেছে।
দার্জিলিং, কালিম্পং জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তিস্তায় জল বাড়তে শুরু করেছে। তিস্তায় জল বাড়তে থাকায় চমকডাঙি গ্রামের রাস্তা তিস্তার গ্রাসে চলে গিয়েছে। তিস্তার পারে নতুন করে বাঁধ দেওয়া হচ্ছে।