ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
ই-পেপার শনিবার ● ২ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ঢাবি উপাচার্যের সঙ্গে ইবিএফসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫:৩৩ পিএম  (ভিজিটর : ২০২)
ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর সভাপতি ড. ওয়ালি তসার উদ্দিনের নেতৃত্বে ১৮-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২ অক্টোবর) উপাচার্য কর্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফী এবং জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা উদ্যোক্তা, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। এসময় অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ইবিএফসিআই-এর আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ তহবিল গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। 

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে তারা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, সম্মেলন, কর্মশালা এবংপ্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব ক্ষেত্রে ইবিএফসিআই প্রতিনিধিদলেরসহযোগিতা কামনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য ইবিএফসিআই প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]