ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন এবং রংপুরের বাজেট বৈষম্য দূরীকরণের দাবিতে কবি নজরুল সরকারি কলেজে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:১১ পিএম  (ভিজিটর : ২৭৭)
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১.৩০ টায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায় এবং রংপুরের বাজেট বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পুরান ঢাকার কবি নজরুল কলেজের রংপুর বিভাগীয় শিক্ষার্থীরা।

উক্ত সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলো রংপুর বিভাগের ৮ টি (রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট,নীলফামারী) জেলার সকল শিক্ষার্থীরা। তারা কলেজে মূল ফটকে উপস্থিত হয়ে বিভিন্ন দাবি সমূহ তুলে ধরেন।শিক্ষার্থীরা জানায় স্বাধীনতার ৫৩ বছর পরেও রংপুর বিভাগ যেনো পূর্ব পাকিস্তান হয়ে রয়ে গেছে তাদের জন্য বাজেট নেই,বন্যার দূর্ভোগ দেখার কেউ নেই।বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের জন্য এক টাকাও বাজেট দেয়নি।

সদ্য প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য দেয়া হয় নি কোনো বাজেট।

চলমান বন্যা পরিস্থিতিতে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।আমরা ত্রাণ চাই না, আমরা বাচঁতে চাই, বন্যার কবল থেকে মুক্তি চাই, বন্যার স্থায়ী সমাধান চাই।কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণের অন্যতম উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক রুবেল সরকার বলেন,"উলিপুরের নদী ভাঙন কবলিত একটি জেলায় আমার জন্ম আমি নিজচোখে দেখেছি আমার বসত-ভিটা ৮ বার ভেঙে গেছে নদিগর্ভে।আমরা এর স্থায়ী সমাধাণ চাই, চিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন।আমাদের বছরে ৩ বার বন্যা ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করুন"। গাইবান্ধা জেলা কল্যাণের সভাপতি নাহিদ ইসলাম বলেন," আমরা উত্তরবঙ্গ  কৃষিতে বিরাট একটা অবদান রাখে আসছি শুরু থেকে অথচ আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তাপ্রকল্প সঠিকভাবে বাস্তবায়, সেখানে কেউ নজর দিচ্ছে না।দয়া করে আমাদের দিকেও একটু তাকান, আমরাও বাংলাদেশের অংশ ভুলে যাবেন না"

এছাড়াও আরও অনেকে বক্তব্য রাখেন। শেষে দিল্লি না রংপুর /আবু সাঈদের রংপুরে বৈষম্যের ঠাঁই নাই/গঙ্গা না তিস্তা /ত্রাণ না সমাধান ইত্যাদি স্লোগানে আশেপাশে রাস্তা গুলো প্রদক্ষিণ করে। এবং বর্তমান উপদেষ্টাদের কাছে স্থায়ী সমাধানের জন্য অনুরোধ করেন।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]