প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:২৫ পিএম (ভিজিটর : ১৪১)
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল লিফট থেকে আন্ডাগ্রাউনে আবারো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ছয় মাসের ব্যবধানে দুইজনের লিফট দুর্ঘটনায় মৃত্যু হলো।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম জাহিদুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি কুমিল্লার দাউকান্দি এলাকায়। তাঁর শিশু সন্তানের চিকিৎসা সেবা নিতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে ভর্তি ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, শিশুর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন জাহিদুল। গেল-মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ১০তলা থেকে নিচে নামার জন্য লিফট ব্যবহার করছিলেন। সে সময় লিফটের পাদানী না আসলেও লিফটের দরজা এসে খুলে যায়। জাহিদুল লিফটের পায়ের নিচে খেয়াল না করে লিফটে পা দেয়া মাত্র আন্ডার গ্রাউন্ডে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তাজদ্দিনে মেডিকেলে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী বলেন, মাঝে মাঝে এমন সমস্যা হয় কিন্তু এসব দেখার কেউ নেই এই মেডিকেলে। এখানকার কর্র্তৃপক্ষ উদাসীন, লিফট সমস্যা তো দূরের কথা পেশার মাপার ছোট ছোট মেশিনগুলো ভালো নয়। সব ক্ষেত্রেই এখানে চরমভাবে অবহেলা করা হয়।
শহীদ তাজউদ্দিনে ডিউটিরত এক আনসার সদস্য ভোরের ডাককে বলেন, এমন খবর পেয়ে লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে রক্তাক্তবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিফটের সমস্যার ব্যাপারে সবাইকে সতর্ক করা উচিত ছিল।
তাজউদ্দিনের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, লিফট দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
তাজউদ্দীন হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, লিফট থেকে পড়ে একজন মারা গেছেন শুনেছি। লিফটি সচল ছিল না। তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।