ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪ ২৪ আশ্বিন ১৪৩১
ই-পেপার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




প্রধান শিক্ষক এর পদত্যাগের দাবিতে মানববন্ধন
বরগুনা জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৪:২২ পিএম  (ভিজিটর : ১৫৩)
বরগুনার সদর উপজেলার গুদিঘাটা গ্রামের অবস্থিত গুধিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২ অক্টোবর)  সকাল ১০ থেকে চুরু করেন এই মানবন্ধন।এ সময় শিক্ষার্থীরা  ক্লাস বন্ধ রেখে নানা স্লোগান এবং বক্তব্য দিয়ে মানবন্ধন করে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক রাজ্জাক নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সকালে আন্দোলন শুরু করে। তারা মানবন্ধন শেষ করে ঘটবাড়িয়া বাজার প্রদক্ষিন করেন। এবং ঘন্টা খানেক বাজারে অবস্থান করেন।প্রায় দুই ঘন্টা সময় ধরে চললেও স্কুল ম্যানেজিং কমিটি কিংবা স্কুলের অন্য কোন শিক্ষক বিক্ষোভ বন্ধ করতে এগিয়ে আসেননি। এ সময় প্রধান শিক্ষক রাজ্জাক স্কুলে উপস্থিত ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবক অনেকেই প্রধান শিক্ষকের কার্যকলাপে অখুশি। শিক্ষার্থীরা যে অভিযোগ গুলো তুলেছেন সব অভিযোগ সত্য। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গুধিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার খুবই নিম্নমানের। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি,নাম মাত্র পাগজে বিঙ্গাপন দিয়ে অনৈতিক ভাবে নিয়োগ,ল্যাব এ্যাসিটেন্ড এর সাথে পরক্রিয়া,স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, দুর্ব্যবহার এবং বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত না থাকা সহ নানা অভিযোগ রয়েছে। তাই আমরা যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। 

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রাজ্জাক বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভুয়া বানোয়াট।আমাকে ফাসানোর চেস্টা করা হচ্ছে।
তাকে আরও প্রশ্ন করা হয় যে আপনার সকল অনিয়ম দুর্নীতির প্রামন শিক্ষার্থীদের কাছে আছে এই ব্যপারে আপনি কি বলবেন তিনি তখন কোন উত্তর না দিয়ে ফোন কেটে দেন এবং পরবর্তীতে তাকে কল করা হলে তিনি তা রিসিভ করেন নি।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]