প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ পিএম (ভিজিটর : ৮৬)
ভৈরবে যৌথবাহিনীর পৃথক ২ টি অভিযানে সন্ত্রাসী ও একাধিক মাদক মামলার আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় অভিযানে ৫৫ কেজি গাঁজা, ২শ ৮১ বোতল ফেনসিডিল, ৩০৭ বোতল স্কাফ, ২২ বোতল বিদেশি মদ, মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৮ হাজার ৭শ ২০ টাকাও দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঘোড়া কান্দা গ্রামের সাত্তার মিয়ার পুত্র ৭ টি মামলার আসামি সাইফুল ও অপর মাদক কারবারি জোনায়েদ এবং ভৈরব পুর গ্রামের শাহজাদা মিয়ার পুত্র সন্ত্রাসী বিজন ও শাওন।
ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইফুল কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার বাড়িতে অভিযান চালিয়ে গাজাঁ, ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে জোনায়েদকে আটক করে তার দেয়া তথ্য মতে ঘোড়া কান্দা তার বাড়িতে অভিযান চালিয়ে ৩শ বোতল স্কাফ, বিদেশি মদ জব্দ করা হয়।
এছাড়া ও সন্ত্রাসী বিজন ও শাওন কে গ্রেফতার করা হয়েছে । তিনি আরো জানান, সাইফুল ৪ টি মাদক মামলা সহ ৭ টি মামলার আসামি। সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীঘর্দিন যাবত ব্র্যাক্ষণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে বিক্রি করছে।