প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৪১ পিএম (ভিজিটর : ১৪৪)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাঁকায় পিষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইমদাদ হোসেন(৪০) নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে দশ জন ঘাতক বাসের যাত্রী আহত হয়েছে।
এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুর বারোটায় ঢাকা-পদ্মা সেতু-খুলনা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সূর্যনগর নামক স্থানে।
নিহত ইমদাদ বাগেরহাট জেলার সোনাতলা উপজেলার স্মরনখোলা এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ভাঙ্গামুখী লেনের যাত্রী ছাউনিতে দুটি আর এফ এল কোঃ কভারভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৮০, ঢাকা মেট্রো-উ- ১৪ ২০৩৩) ছাউনি সংলগ্ন স্থানে সাইড নিয়ে পার্কিং করে দুই ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায়।
সেই মুহূর্তে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০৩৪০) থামিয়ে যাত্রী নামাতে থাকেন।
তখন পিছন থেকে খুলনাগামী হা-মিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৬৭৫) বেপরোয়া গতিতে এসে নড়াইল এক্সপ্রেসের পিছন থেকে সজোরে আঘাত করলে সামনে নিচে দাঁড়িয়ে থাকা কভার ভ্যানের ড্রাইভার চাপা পড়েন। এতে ঘটনাস্থলে ঢাকা মেট্রো-উ-১২-১৭৮০ এর ড্রাইভার ইমদাদ হোসেন ঘটনাস্থলে মারা যান।
এ সময় বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হন।
আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হা-মিম গাড়ির ড্রাইভার ও হেল্পার পালিয়ে যান।