প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২:০৫ পিএম (ভিজিটর : ১০০)
ঝালকাঠিতে‘সংঘাত নয় ঐক্যের দেশ গড়ি’স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্ট আজ বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাবে সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সুজন ঝালকাঠি জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি মোঃইলিয়াস সিকদার ফরহাদ,সুজন সেক্রেটারি মোঃ মঈন তালুকদার, সদস্য এ্যাড,আনোয়ার হোসেন আনু,আল আমিন বাকলাই ও নাসিমা কামাল, বক্তব্য রাখেন।
এই সময় উপস্থিত ছিলেন মো. আক্কাস সিকাদার, মো. উজ্জল রহমানসহ আরো অনেকে।
বক্তারা সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।মানববন্ধনে সামাজি-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,শিক্ষকরা অংশ নেন।