মহারাষ্ট্রের পুণেতে ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৩
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১:২১ পিএম (ভিজিটর : ১৫৪)
ভারতের মহারাষ্ট্রের পুণেতে ভেঙে পড়লো একটি হেলিকপ্টার। বুধবার (২ অক্টোবর) সকালে পুণে জেলার বাভধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মাটিতে আছড়ে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও অ্যাম্বুলেন্স।
সিপি বিনয় কুমার চৌবে বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। কি কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।