ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সিরাজগঞ্জে কমছে যমুনার পানি, বাড়ছে ভাঙ্গন
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ১২০)
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে ।পানি কমার সাথে সাথে  শুরু হয়েছে তিব্র নদী ভাঙ্গন। গত ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার কমে বুধবার সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ২ দশমিক ৪৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনার নদীর পানি কমতে শুরু করেছে। খুব দ্রুতই কমে যাবে নদীর পানি।

এ দিকে পানি বৃদ্ধির সাথে সাথে  যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। ভাঙ্গনের কবলে পড়ে  বিলীন হচ্ছে বসত বাড়ি সহ বিস্তীর্ণ ফসলি জমি । এতে বিপাকে পড়েছেন নদীতীরবর্তি ভাঙ্গন  কবলিত মানুষ।

শাহজাদপুরের  হাটপাঁচিল গ্রামের বাসিন্দা শাহজাহান ব্যাপারী বলেন, পাউবোর নদীতীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজে ধীরগতি ও গাফিলতির কারণে আমরা ভাঙ্গনের হাত থেকে মুক্তি পাচ্ছি না। বসতবাড়ি ও শত শত বিঘা কৃষিজমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে চলে যাওয়ায় শত শত পরিবার এখন ভূমিহীন। আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই।’

ওই গ্রামের এক বাসিন্দা জানান, এ এলাকায় গত ৩ বছর ধরে সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে পাউবো। কিন্তু সে কাজ এখনো শেষ করতে পারেনি তারা। এদিকে নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]