ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




লাখাই সাবরেজিস্টারের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ পিএম  (ভিজিটর : ১১৮)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাবরেজিস্টারের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে  দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। লিখিত অভিযোগ সুত্রে  খোঁজ নিয়ে জানা যায় বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামের নুর মিয়ার ছেলে আব্দুল কাদিরের কাছ থেকে সাবরেজিস্টারকে দিতে হবে বলে দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরী অভিযোগকারীর কাছে থেকে ১ লাখ ৩২ হাজার টাকা গ্রহন করার পর অভিযোগকারী আব্দুল কাদিরের কাজ করে না দেয়ায় তাদের মাঝে দেখা  দেয় মনোমালিন্য এক পর্যায়ে বিষয়টি গড়ায় সাবরেজিস্টারের কাছে। এ বিষয়টি নিষ্পত্তি জন্য একাধিক বার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে লাখাই সাবরেজিস্টার রাজেশ চক্রবর্তীর সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধি কে জানান, লিখিত অভিযোগকারী আব্দুল কাদির নামে এক লোক আমার সাবরেজিস্টার অফিসের দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে জানান,দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরী  কাজ করে দেয়ার নাম করে আমার নামে ১ লাখ ৩২ হাজার টাকা আদায় করেছেন মর্মে অভিযোগ করে। এ বিষয়টি  অভিযোগকারীর লিখিত অভিযোগ সহ এ সংক্রান্ত বিষয়ে আমার মতামত সহ জেলা রেজিস্ট্রারের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য মঙ্গলবার ১লা অক্টোবর  একটি পত্র প্রেরন করা হয়েছে। আপনি অভিযুক্ত দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়ার বিধান আপনার আছে কি না জানতে চাইলে তিনি জানান, আমার কোন এখতিয়ার না থাকায় আমি জেলা রেজিস্ট্রার মহোদয়ের কাছে পত্র দিয়েছি। তিনি আরো জানান দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ পাওয়া গেছে মর্মে  আমার কাছে অনেকেই মৌখিক ভাবে অভিযোগ করেছেন । এ বিষয়ে দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করে তার উপর যে অভিযোগ উঠেছে সে বিষয়ে জানাতে  চাইলে তিনি জানান আমার উপর যে অভিযোগ  সম্পুর্ন মিথ্যা। এ বিষয়ে সাবরেজিস্টার অফিসের সিনিয়র দলিল লিখক আলহাজ্ব তৌহিদ মিয়ার সাথে আলাপ কালে তিনি জানান, কাউছার চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ উঠেছে বলে আমি শুনেছি। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]