প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৩৯ পিএম আপডেট: ০১.১০.২০২৪ ৬:৪৪ পিএম (ভিজিটর : ১৭৫)
ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর শব্দ চয়নে বিস্মিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতারা। দলেটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম টিআইবির একটি বিবৃতির প্রতিক্রিয়ায় এ বিস্ময় প্রকাশ করেন।
তারা বলেন, 'টিআইবি' একটি উচ্চ মানের প্রতিষ্ঠান। যার পরিচালনা বডিতে রয়েছে আন্তর্জাতিক মানের ব্যক্তিরা। কিন্তু টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জানের নামে গণমাধ্যমে প্রকাশিত বিবৃতির শব্দ চয়ন দেখে আমরা বিস্মিত। তারা আরও বলেন, 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এ জাতীয় শব্দ ব্যবহার করে জাতিকে নতুন করে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।
দলটির নেতারা বলছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর "নতুন বাংলাদেশ" বিনির্মানের সূচনাকালে এসেও 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এজাতীয় শব্দ ব্যবহার করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা বাতুলতা ছাড়া বৈ কি? আমরা তাদের এই ন্যারো মাইন্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এ জাতীয় শব্দ ব্যবহার করে জাতিকে নতুন করে বিভক্ত করার ষড়যন্ত্র করলে তা রুখে দেয়া হবে।
পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য জাতির অতন্দ্র প্রহরী, মেহনতী মানুষের কন্ঠস্বর ওলামায়ে কেরামকে হেয়প্রতিপন্ন করার নামান্তর। অবিলম্বে টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান কে তার এ বক্তব্য প্রত্যাহার করে ওলামায়ে কেরাম ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
উল্লেখ্য, গত সোমবার টিআইবি এক বিবৃতিতে উল্লেখ করে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি এবং অন্তর্বর্তী সরকারের আপসকামী আচরণের পরিচায়ক। নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপসের ঘটনা উদ্বেগজনক ও ঝুঁঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।