প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪:৫২ পিএম আপডেট: ০১.১০.২০২৪ ৪:৫৬ পিএম (ভিজিটর : ১২১)
“আসসালামু আলাইকুম আপনাদের সমাজের সকলের কাছে অনুরোধ আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন” এ চিরকুটটি লিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পত্তি আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর চুলের বেণী থেকে ওই চিরকুটটি উদ্ধার করে। এছাড়াও মরদেহের পাশ থেকে একটি বোতলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি বিষের বোতল।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম।
নিহতরা হলেন- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)। নিহত শফিকুল অটোরিক্সা চালক ছিলেন। এক মাস আগে তারা একে অপরকে ভালবেসে পরিবারের অজান্তে বিয়ে করেছিলো। তার স্ত্রী রুমি তার ভাইয়ের শ্যালিকা ছিলেন। তাদের বিয়ের পর উভয়ের পরিবারের কেউই এ বিয়ে মেনে নিতে পারেনি। ধারণা করা হচ্ছে এ থেকেই মানষিক অবসাদগ্রস্ত হয়ে তারা দু’জনে আত্মহত্যা করেন।
নিহতের ভাই এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ভাই একমাস আগে আমার শ্যালিকাকে সকলের অমতে বিয়ে করেছিলো।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়া বলেন, নিহতদের মুখ দিয়ে ফেনা বের হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সিদ্ধিরগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনকে আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা শাহীন আল মামুন নামে এক ব্যক্তিকে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কাঁচপুর ব্রীজের ল্যান্ডিং স্ট্যান্ড থেকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, গত ২৮ সেপ্টেম্বর আদালতের আদেশে মামলাটি রুজু করা হয়েছে। এর আগে ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন।
শাহীন আল মামুন নিজেই বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিকরা মামলার বিষয়টি জানতে পারেন।
মামলার এজাহারের অন্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার ওসমানী নগরের কুরোয়ার বাসিন্দা জাকারিয়া ইফতেখার শামীম, ঢাকার কোতয়ালী থানার বাগডাসা লেনের বাসিন্দা কে এম রুবেল, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের বাসিন্দা মোহাম্মদ মালেক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকার ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা মো. মহসীন ভুঁইয়া ও নোয়াখালীর সুধারাম থানার মাইজদি এলাকা বাসিন্দা বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু।
মামলায় অসৎ উদ্দেশে অপহরণ করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ করা হয়েছে।