ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




নবীনদের পদচারণায় মুখরিতো ঢাবি
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম  (ভিজিটর : ৯২)
নির্ধারিত সময়ের তিন মাস পর ক্যাম্পাস জীবনের গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পহেলা জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের সার্বজনীন পেনশন আন্দোলন এবং পরবর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনে পুরো তিন মাসেও ক্লাস শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয়। এদিন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শ্রেনিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সৌহার্দ্যপূর্ণ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ক্লাস অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এর আগে নবীন শিক্ষার্থীরা নির্ধারিত হলে আসন বরাদ্দ পেলেও থমকে ছিলো তাদের একাডেমিক পথ চলা। এদিন সকাল থেকে ক্যাম্পাসে নবিন শিক্ষার্থীদের পদচারণায় মুখোরিত ছিলো পুরো ক্যাম্পাস। বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে চলছিলো নতুনদের বরণ করে নেওয়ার উৎসব। কথা হয় সমাজকল্যান ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থী মাইনোদ্দিনের সাথে। প্রথম ক্লাসে নিজের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, ক্লাস শুরু হওয়ার অনেকের সাথে আজ দেখা হলো, পরিচয় হলো, কথা হলো। এতোদিন সব অনলাইন জগতে ছিলো। জীবনের এই নতুন অধ্যায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তখন উচ্ছাসটা একটু বেশিই আমার। 

জুলাই বিপ্লবে নিজের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের শিশু আমরা। এর প্রতিটা দেয়াল তাজা ইতিহাসের সাক্ষ্য দেয় ।যখন কোটা আন্দোলন শুরু হয় তখনও ক্যাম্পাসে মাঝেমাঝে আসা হতো। কিন্তু ওইভাবে অংশগ্রহণ করা হয়নি। পরেতো আরো হয়ে উঠেনি। এই আন্দোলনের সময়টুকুতে বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে আন্দোলন সংগ্রামে থাকতে পরলে নিজেকে নিজেকে ইতিহাসের অংশ হতে পরতো বলেও আক্ষেপ জানায় এই শিক্ষার্থী।  উল্লেখ্য, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ক্লাস ব্যতীত অন্য সকল বর্ষের ক্লাস গত ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার থেকে শুরু হয়। আজ ১ম বর্ষের ক্লাস শুরুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের ক্লাস শুরু হলো।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]