ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৭ পিএম  (ভিজিটর : ২১০)
চট্টগ্রামের মহানগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটির পাশে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে লেগেছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার সময়‘বাংলার জ্যোতি’ নামক জাহাজটিতে আগুন লাগে। 
বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ চালাচ্ছে।

ইস্টার্ন রিফাইনারির ডিজিএম এ কে এম নঈমুল্লাহ বলেন, জাহাজে আগুন লাগার পর সবাই নিরাপদে নেমে আসছেন।বাংলার জ্যোতি জাহাজটি বহির্নোঙ্গর থেকে অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির জেটিতে পরিবহনে কাজ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আগুন লাগার পর জাহাজ থেকে বের হওয়া কালো ধোঁয়ার কুণ্ডলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

 এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জাহাজের সবাই নিরাপদে বের হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন এনেকই।ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছেনবনৌবাহিনী ও বিমানবাহিনী।

কতৃপক্ষ সূত্রে জানাগেছে, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে পৌঁছে। তেল খালাসের সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর কালো ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]