প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম (ভিজিটর : ১৭২)
সৌদিআরব হতে স্ত্রী-সন্তানদের ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন সৌদিপ্রবাসী খোকন হাওলাদার নামে এক রেমিট্যান্স যোদ্ধা।
আত্মহত্যাকারী সৌদিপ্রবাসী খোকন হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে।
মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন দুই ছেলে আব্দুল করিম শান্ত ও আব্দুল রহিম শাওনের সঙ্গে। কিছু বুঝে ওঠার আগেই সন্তানদের ভিডিও কলে রেখেই গলায় গামছা সদৃশ কাপড় পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সৌদি প্রবাসী খোকন হাওলাদার । ঘটনাটি গত মঙ্গলবার স্থানীয় সময় ১টার সময় ঘটে বলে জানা যায় I
তথ্যে সূত্রে জানা যায়, খোকন হাওলাদার দীর্ঘ সাত–আট বছর যাবৎ সৌদিতে বসবাস করে আসছিলেন। স্ত্রী নূপুর বেগম ও তাঁর যমজ দুই সন্তান আব্দুল করিম শান্ত ও আব্দুর রহিম শাওন।
সন্তানদের লেখাপড়ার জন্য মা নূপুর বেগম বরিশালের আমতলীর মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
গতকাল দুপুরে খোকন হাওলাদার মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন ছেলেদের সঙ্গে। এ সময় স্ত্রী নূপুর বেগম পাশেই ছিলেন। ছেলেদের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে খোকন হাওলাদার লুঙ্গি সদৃশ একটি কাপড় দিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ।
প্রবাসী খোকন হাওলাদারের পারিবারিক সূত্রে জানা যায়, খোকন হাওলাদার কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। চলতি মাসের ১৪ তারিখ তিনি পুনরায় সৌদিতে কর্মস্থলে ফিরে যান।
সবশেষে দুই সন্তানকে মোবাইল ফোনে চুমু দিয়ে বলেন,’তোমাদের ভাসিয়ে দিয়ে গেলাম।’এরপর খোকন হাওলাদার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
খোকন হাওলাদারের স্ত্রী নূপুর বেগম বলেন, ‘ভিডিও কলে কথা বলার সময় আমিও পাশে ছিলাম। আমার সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে।
উক্ত ঘটনায় বসবাসরত প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে,পরে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে সৌদি পুলিশ এসে লাশটি নিয়ে যায়,নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে I