ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪ ২৪ আশ্বিন ১৪৩১
ই-পেপার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সন্তানের মঙ্গল কামনায় পানিতে নেমে ৪৬ জনের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ৮৩)
সন্তানের মঙ্গল কামনায় সন্তানদের কোলে নিয়েই জলে ডুব দিতে গিয়ে ভারতের বিহারে মৃত্যু হল ৪৬ জনের। মৃতদের মধ‍্যে শিশু রয়েছে ৩৭ জন। সে রাজ‍্যের ১৫ টি জেলা থেকে মিলেছে এ মর্মান্তিক মৃত্যুর খবর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে," জীবিত পুত্রিকা" নামে ৩ দিনের এক ধর্মীয় রীতি পালিত হয় বিহারে। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ডুব দেন নদীর জলে। আর সেই সময় তাঁদের কোলে থাকেন সন্তানরা ও। আর তা করতে গিয়েই এই মৃত্যুমিছিল। নিহতদের মধ‍্যে ৪ জন মহিলা রয়েছে বলেও জানানো হয়েছে। গত বছর এই উৎসবের পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ২২ জন। এবার এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। নদীর জলে তলিয়ে গিয়েছেন আর ও ৩ জন। তাঁদের দেহ না মিললেও তাঁদের মৃত বলেই ঘোষণা করেছে বিহার প্রশাসন। তবে নিখোঁজ দেহগুলির সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এদিকে বিহারের মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার  মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তবে এই ঘটনায় আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। কেন পর্যাপ্ত পুলিশ প্রহরা ছিল না, উঠেছে প্রশ্ন। নদী ও পুকুর সহ অন‍্য যে জলাশয়গুলিতে এই রীতি পালন করতে মানুষের ঢল নেমেছিল সেখানে আরও পুলিশ মোতায়েন করার দরকার ছিল বলে দাবি উঠেছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]