ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২৩ মার্চ ২০২৫ ৯ চৈত্র ১৪৩১
ই-পেপার রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বিশ্ব টেস্ট তালিকায় ছয়ে নামল বাংলাদেশ, তিনে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৭ পিএম  (ভিজিটর : ৯৮৪)
শ্রীলঙ্কার জন্য গতকালের দিনটি বিশেষই বলতে হবে। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে অনূঢ়া কুমারা দিশানায়েকে যে সময় শপথবাক্য পাঠ করছিলেন, ঠিক সেই সময় নিউজিল্যান্ডের শেষ উইকেটটি তুলে নিয়ে গল টেস্টে লঙ্কানদের জয় এনে দেন প্রবাত জয়াসুরিয়া। ৬৩ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে শুধু এগিয়েই যায়নি শ্রীলঙ্কা, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়েও ফিরেছে। এ মাসে টানা দুই টেস্ট জয়ই মূলত লঙ্কানদের লড়াইয়ে ফিরিয়েছে। মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্ট জেতে ধনাঞ্জয়া ডি সিলভার দল, গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জিতল গল টেস্ট। 

টানা দুই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা। আর ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ২৮০ রানে হারের পর বাংলাদেশ নেমে গেছে ছয়ে। অথচ পাকিস্তানকে ধবলধোলাই করার পর চারে উঠে আসা নাজমুল হোসেনের দল লর্ডসে ২০২৩-২৫ চক্রের ফাইনালের ডাক শুনতে পাচ্ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। তালিকার চূড়ায় থাকা ভারত জয়ের পর শীর্ষস্থান আরও মজবুত করেছে। বর্তমানে ভারতের পয়েন্টের হার ৭১.৬৭। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় চক্রে ফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়েও গেছে রোহিত শর্মার দল। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পয়েন্টের হারের ব্যবধান ৯.১৭। বাংলাদেশ সিরিজসহ ভারতের বাকি এখনো তিনটি সিরিজ (৯ ম্যাচ), অস্ট্রেলিয়ার বাকি দুটি (৭ ম্যাচ)।

৪টি করে জয় ও হারে তিনে উঠে আসা শ্রীলঙ্কার পয়েন্টের হার ৫০.০০। এই দলটিই মাসের প্রথম দিন ৩৩.৩৩ পয়েন্টের হার নিয়ে ছিল সাত নম্বরে। ভারতের মতো শ্রীলঙ্কারও এখনো তিনটি সিরিজ বাকি (৫ ম্যাচ)। শেষ সিরিজটি আবার নিজেদের মাটিতে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে প্যাট কামিন্সের দল ঘরের মাঠে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুটি সিরিজেই জিতেছে ভারত। ডাউন আন্ডারে এবার ভারতের টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক হলে এবং শ্রীলঙ্কা দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারলে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা যাবে অল-এশিয়ান ফাইনাল। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ও ৪টিতে হেরেছে বাংলাদেশ; পয়েন্টের শতকরা হার ৩৯.২৯। বাকি এখনো ৫টি ম্যাচ। সব কটি ম্যাচ জিতলে এবং শৃঙ্খলাজনিত কারণে কোনো পয়েন্ট না হারালে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার বেড়ে দাঁড়াবে ৬৪.৫৮। ফাইনালে উঠতে হলে তখনো নানা সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে নাজমুলের দলকে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]