ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯২৬
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৪৭৪)
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে  ৯২৬ জন ভর্তি হয়েছেন। এসময়ের মধ্যে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

 রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)  ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন, খুলনায় (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহীতে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন এবং রংপুরে (সিটি করপোরেশনের বাইরে)  ৩৩ জন।

এদিকে সবশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। ফলে চলতি বছরের ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩১ জন। মৃতদের মধ্যে ৪৫ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৫৪ দশমিক ২ শতাংশ নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৮০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ২১ হাজার ৮১ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২৪ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]