ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪ ২৪ আশ্বিন ১৪৩১
ই-পেপার বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ধর্মপ্রাণ মুসলমানদের রোজা ভাঙে ও মাকরুহ হয় যেসব কারণে
মৌলভীবাজার জেলা সংবাদদাতা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৩:৫৬ পিএম  (ভিজিটর : ১৯৯৬)
বাংলাদেশ সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস হলো পবিত্র মাস। এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন। তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। এ মাসে স্বেচ্ছা নিয়ন্ত্রণ ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে তারা নতুন করে আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন। তাই, ধর্মে রোজা সংক্রান্ত যেসব নিয়মের কথা বলা আছে, রমজানে তারা সেগুলো মেনে চলেন। 

ইসলামের অন্যতম স্তম্ভ রোজা। প্রত্যেক সুস্থ-সবল মানুষের ওপর রোজা ফরজ। মোটাদাগে খাদ্য, পানীয় ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নাম রোজা। তবে এর বেশ কিছু বিধিবিধান রয়েছে। এগুলো রোজার প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল হিসেবে পরিচিত। যারা রোজা রাখেন তাদের প্রত্যেককে এই মাসয়ালাগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা চাই। অনেক সময় প্রয়োজনীয় বিধানগুলো জানা না থাকার কারণে সারাদিন উপোস থাকার পরও রোজা হয় না। এ কারণে শরিয়তে প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করাকে ফরজ করা হয়েছে। বিশুদ্ধভাবে রোজা পালনের জন্য যতটুকু ইলম বা জ্ঞান দরকার ধর্মীয় দৃষ্টিতে তা ফরজ বা অবশ্যই পালনীয়।

তাই আসুন রোজার প্রয়োজনীয় কিছু বিধান জেনে নিই:
➡️ রোজা ভাঙে যেসব কারণে :-
১./ ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে
২./ স্ত্রী সহবাস করলে
৩./ কোনো বৈধ কাজ করার পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত খেলে
৪./ কানে বা নাকে ওষুধ ঢোকালে
৫./ ইচ্ছা করে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি আসার পর তা গিলে ফেললে
৬./ কুলি করার সময় গলার ভেতরে পানি চলে গেলে
৭./ কামভাবে কাউকে স্পর্শ করার পর বীর্যপাত হলে
৮./ খাদ্য না এমন বস্তু খেলে যেমন: কাঠ, কয়লা, লোহা ইত্যাদি
৯./ ধূমপান করলে
১০./ আগরবাতি ইত্যাদির ধোঁয়া ইচ্ছা করে নাকে ঢোকালে
১১./ সময় আছে মনে করে সুবহে সাদিকের পর সেহেরি খেলে
১২./ ইফতারের সময় হয়ে গেছে মনে করে সময়ের আগেই ইফতার করে ফেললে
১৩./ দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বেরিয়ে তা ভেতরে চলে গেলে
১৪./ জোর করে কেউ রোজাদারের গলার ভেতরে কিছু ঢুকিয়ে দিলে
১৫./ হস্তমৈথুন দ্বারা বীর্যপাত ঘটালে
১৬./ মুখে পান রেখে ঘুমালে এবং সে অবস্থায় সেহেরির সময় চলে গেলে
১৭./ রোজার নিয়ত না করলে
১৮./ কানের ভেতরে তেল ঢোকালে

➡️ রোজা মাকরুহ হয় যেসব কারণে :-
১./ বিনা প্রয়োজনে কোনো কিছু চিবালে
২./ মাজন, কয়লা, গুল বা পেস্ট দিয়ে দাঁত মাজলে
৩./ রাতে ফরজ হওয়া গোসলসহ সারাদিন অতিবাহিত করলে।
৪./ রোজা অবস্থায় রক্তদান করলে।
৬./ পরনিন্দা, কুৎসা, অনর্থক কথা ও মিথ্যা বললে।
৭./ ঝগড়া, ফাসাদ ও গালমন্দ করলে।
৮./ ক্ষুধা ও পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করলে।
৯./  মুখে থুথু জমা করে গিলে ফেললে।
১০./ স্ত্রীকে কামভাবের সঙ্গে স্পর্শ করলে।
১১./ মুখে কিছু চিবিয়ে শিশুকে খাওয়ালে।
১২./ বুটের কণার চেয়ে ছোট কিছু দাঁতের ফাঁক থেকে বের করে গিলে ফেললে।

➡️ যেসব কারণে রোজা ভাঙে না :-
১./ ভুলে কিছু খেলে বা পান করলে
২./ অনিচ্ছাকৃত বমি করলে
৩./ রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে
৪./ অসুস্থতাজনিত কারণে বীর্যপাত হলে
৫./ স্বামী-স্ত্রী চুম্বন ও আলিঙ্গন করলে

➡️ জরুরি কথা :-
কেউ ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলে তাকে একাধারে ৬০টি রোজা রাখতে হবে। মাঝে একটি রোজা ছুটে গেলে আবার ৬০টি রোজা রাখতে হবে। তবে কেউ ৬০টি রোজা একাধারে রাখতে সক্ষম না হলে ৬০ জন মিসকিনকে তৃপ্তি সহকারে দুই বেলা খাওয়াতে হবে, অথবা একজন মিসকিনকে ৬০ দিন দুই বেলা করে খাওয়াতে হবে। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে অথবা পান করলে তার ওপর রোজার কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে। রোজা অবস্থায় স্বামী-স্ত্রীর ইচ্ছাকৃতভাবে দৈহিক মিলন ঘটলে তাদের ওপর রোজার কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে।

➡️ রোজার মৌখিক নিয়ত কি জরুরি?
আমাদের দেশে রোজার মৌখিক একটি নিয়তের প্রচলন আছে। অনেক বইপুস্তকে বা ক্যালেন্ডারে নিয়তটি দেয়া থাকে। ‘আসুমা গাদাম মিন…’ এই আরবি নিয়তটি না করলে অনেকে মনে করেন রোজা হবে না। আবার অনেকে মনে করেন কমপক্ষে ‘আগামীকাল রোজা রাখছি’ এটা অন্তত বলতে হবে। মূলত এটা ভুল ধারণা। রোজার কোনো মৌখিক নিয়ত কোরআন-হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেহেরি খাওয়া এবং মনে মনে সংকল্প করায় যথেষ্ট।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]