নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভগবত গীতা থেকে একটি করে শ্লোক পোস্ট করেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। সেই সঙ্গে পোস্ট করেন সেই শ্লোকের অসমীয়া তর্জমা ও। সেটা করতে গিয়ে এবার বিতর্কে হিমন্ত। আসামের মুখ্যমন্ত্রী গীতার শ্লোকের একেবারে ভুল মানে বের করলেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।
সম্প্রতি গীতার ১৮ তম অধ্যায় থেকে ৪৪ নম্বর শ্লোকটি পোস্ট করেছিলেন হিমন্ত। ওই শ্লোকটির যে অসমীয়া তর্জমা পোস্ট করা হয় হিমন্তর হ্যান্ডেলে সেটি রীতিমতো বিকৃত এবং বিভ্রান্তিকর। ওই শ্লোকের মানে হিসেবে আসামের মুখ্যমন্ত্রী লেখেন, "বৈশ্যদের কাজ চাষবাস করা, গো-সেবা করা এবং ব্যবসা করা। আর ব্রাক্ষণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করায় শূদ্রদের পবিত্র কর্তব্য।"
হিমন্তের এই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়ে যায়। আসামের মুখ্যমন্ত্রীকে কোনঠাসা করতে আসরে নামে কংগ্রেস সহ বিরোধীরা। চাপে পড়ে ওই পোস্ট ডিলিট করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, " ওই পোস্টটি তিনি নিজে করেননি। করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া টিমের একজন। ভুল বুঝতে পারা মাত্রই পোস্টটি ডিলিট করা হয়েছে।
হিমন্ত বলেছেন, " আমি এ পর্যন্ত ৬৬৮টি শ্লোক পোস্ট করেছি। এই ধরনের ভুল প্রথম। দেখা মাত্রই সেটা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।" যদিও পোস্ট ডিলিট করলেও বিতর্ক এড়াতে পারছেন না আসামের মুখ্যমন্ত্রী।
আসাদউদ্দিন ওয়েইসির মতো বিরোধীরা বলছেন, " সাংবিধানিক পদে থেকে ও এই ধরনের পোস্ট। এতে বোঝা যায়, এদের মানসিকতা কি ধরনের।"