ঝাড়গ্রামে হাতির আক্রমণ বৃদ্ধার মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৯ পিএম (ভিজিটর : ২৯৩)
ভারতের ঝাড়খান্ডে ফের হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু। এবার ঝাড়গ্রামে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম কোকিলা মাহাতো (৭০)। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভোররাত তখন ৩টায় বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে বের করে এনে পা দিয়ে পিষে মেরে ফেলেছে হাতিটি, আপাতত এমনটিই জানাচ্ছে প্রশাসন।
ভোরের আলো ফুটতে না ফুটতেই সেখানে পুলিশকে নিয়ে পৌঁছে যান বন দফতরের আধিকারিকরা। ঝাড়গ্রামে হাতি হানায় মৃত্যু মোটেও বিরল ঘটনা নয়। এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বেঁচে থাকায় অত্যন্ত বিরক্ত এলাকাবাসী। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।
এদিকে, হাতির হানায় রাজ্যে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।