প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩:১৫ পিএম (ভিজিটর : ৩৬৬)
সৌদি আরবে ওমরাহ্ পালন শেষে ইহরাম খোলার আগেই মৃত্যু বরণ করেছেন জেবাদুল হক নামের এক বাংলাদেশি নাগরিক ।
নিহত জেবাদুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা।
তথ্যে জানা যায়, কয়েক মাস আগে জেবাদুল হক জীবিকার তাগিদে সৌদিআরব যান। পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে সৌদিআরব সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটের সময় ইহরাম খোলার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
জেবাদুল হক দীর্ঘদিন চৌদ্দগ্রাম বাজারে ফল ব্যবসা করছেন। জীবিকার তাগিদে ৮-১০ মাস আগে তিনি সৌদিআরব যান। বৃহস্পতিবার রাতে ওমরাহ পালন শেষে ইহরাম খোলার আগেই তিনি মৃত্যু বরণ করেছেন। তিনি সহজ সরল মানুষ ছিলেন। পবিত্র মক্কায় মৃত্যুবরণ-এটা ভাগ্যের ব্যাপার বলে অনেকে মন্তব্য করছেন ।