প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৪:১৭ পিএম (ভিজিটর : ২৮০)
ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অনুষ্ঠান ভবনের নির্মীয়মান ছাদ।
বুধবার (২৭ ডিসেম্বর ) রাতে নির্মীয়মান বিবাহ অনুষ্ঠান ভবনের সিলিং ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। হতাহতরা সবাই সেখানে কাজ করছিলেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মহারাজগঞ্জের জেলাশাসক অনুনয় ঝা সাংবাদিকদের জানিয়েছেন, ৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ৫ জনকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ১ জন প্রাণ হারান।"
জেলাশাসক আরও জানান, আহতদের সম্ভাব্য সমস্ত ধরণের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে সমস্ত ধরণের সহায়তা প্রদান করা হবে।"