ডাইনি সন্দেহে জীবন্ত নারীকে পুড়িয়ে হত্যা, তান্ত্রিক সহ গ্রেফতার ৪
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৭ পিএম (ভিজিটর : ৪০২)
আসামে ফের ডাইনি সন্দেহে ১ নারীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
নারীটিকে মারধরের পর পুড়িয়ে মারার অভিযোগ উঠল। রাজ্যের শোণিতপুর জেলায় ঘটেছে মর্মান্তিক ওই ঘটনা। এখন পর্যন্ত তান্ত্রিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তদন্তকারী। মৃত মহিলার নাম সঙ্গীতা কাটি (৩০)। শোণিতপুরের নিজ বাহবারি গ্রামের বাসিন্দা তিনি। সঙ্গীতাকে হত্যার অন্যতম অভিযুক্ত প্রতিবেশী তান্ত্রিক সুরজ ভাগুয়ার।
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, সঙ্গীতাকে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। তাঁর স্বামী রাম কাটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। আগেই ডাইনি অপবাদে লোক যোগাড় করেছিল অভিযুক্ত সুরজ। তিনি সঙ্গীতার গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধদগ্ধ মহিলাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় মহিলার প্রতিবেশীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২ অভিযুক্ত পলাতক। তাদের খোঁজ করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতিবেশী সুরজের সঙ্গে একাধিক বিষয়ে বিবাদ ছিল সঙ্গীতার পরিবারের। সুরজ তন্তমন্ত্র চর্চা করত বলেও জানা গেছে ।