গুজরাটে ভয়াবহ বৃষ্টি, বজ্রপাতে ১ দিনে ১৪ জন নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১২:২৫ পিএম (ভিজিটর : ২৯৫)
অসময়ে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের গুজরাট। শিলাবৃষ্টি সঙ্গে বজ্রপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোটা গুজরাট রাজ্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে ১৪ জন। আহত হয়েছেন ১০ জন। কমপক্ষে ৪০ টি পশু বজ্রপাতের কারণে মারা গেছে।
রবিবার (২৬ নভেম্বর ) আবহাওয়া দপ্তরের তরফে আগেভাগে পূর্বাভাস জারি করা ছিল না। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির কারণে শীতকালীন ফসল, চাষের জমি, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজকোটের ক্রিকেট স্টেডিয়ামের ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।
বতর্মানে জাপান সফরে গেছেন গুজরাট মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। সেখান থেকেই মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা ও জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর রবিবার (২৬ নভেম্বর ) রাতেই কয়েকটি এলাকায় কমলা ও লাল সতর্কতা জারি করে। মঙ্গলবার (২৮ নভেম্বর ) পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।