মঙ্গলবার (২ মে) ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) নির্বাচনী এলাকায় প্রচারণায় গিয়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
বর্তমানের সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছেন। আপনারা শেখ হাসিনার হাতকে শক্ত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তাহলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
পথসভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।