মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জ (নেত্রকোনা ) সংবাদদাতা ।
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১০ পিএম (ভিজিটর : ২৭৩)
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জমিউল ইসলাম রাকিব, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদি চৌধুরী অপু, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান জকি ও মেহেদী হাসান ইমন প্রমুখ।
ছাত্রনেতারা বলেন, আওয়ামী লীগ সরাকরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মিথ্যা মামলায় তাঁকে দীর্ঘবছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। অবিলম্বে লুৎফুজ্জামান বাবরকে মুক্তির দাবি জানান তারা।