প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৪ পিএম (ভিজিটর : ২৭৭)
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালুকার সাবেক দুই এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহ আদালতে রবিবার (১৫ সেপ্টম্বর ) দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন হৃদয় মাহমুদ জান্নাত নামে এক যুবদল নেতা। আদালত মামলাটি আমলে নিয়ে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ভালুকা মডেল থানা পুলিশকে।
মামলা সূত্রে জানাযায়,গত ৪ আগষ্ট ময়মনসিংহের ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আইডিয়েল মোড় এলাকায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজহাটী গ্রামের আঃ রশিদের ছেলে রাজমেস্ত্রী তফাজ্জল হোসেন কে হত্যার ঘটনায় ভালুকার হৃদয় মাহমুদ জান্নাত নামে এক যুবদল নেতা বাদী হয়ে রবিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালুকার সাবেক দুই এমপি এম এ ওয়াহেদ, কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলসহ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
মামলার বাদী হৃদয় মাহমুদ জান্নাত জানান, তফাজ্জল হত্যা মামলাটি আদালত আমলে নিয়েছেন। আমার আদালতের উপর বিশ্বাস ন্যায় বিচার পাব।
বাদী পক্ষের আইনজিবী এ্যাডভোকেট আজিজুল হক খান জানান, গত ৪ আগষ্ট ময়মনসিংহের ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আইডিয়েল মোড় এলাকায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজহাটী গ্রামের আঃ রশিদের ছেলে রাজ মেস্ত্রী তফাজ্জল হোসেন কে হত্যার ঘটনায় আদালতে হৃদয় মাহমুদ জান্নাত নামে এক ব্যাক্তি মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে ভালুকা মডেল থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন এবং আগামী ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেন।