সিংগাইরে গণপিটুনিতে প্রাণগেলে মোক্তার মিয়ার
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৫ পিএম (ভিজিটর : ১৩০)
মানিকগঞ্জের সিংগাইরে গণপিটুনিতে প্রাণগেলে মোক্তার মিয়ার নামের এক চোরের। নিহত মোক্তার মিয়া (৫০) উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের হযরত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) ভোরে মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে তিনি স্থানীয় লোকজনের গণপিটুনিতে গুরুতর আহত হয়। এরপর এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।