দোহার অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বাবা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৩ পিএম (ভিজিটর : ৭৪)
ঢাকার দোহার উপজেলায় লাভলু তালুকদার(৪২) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাজিরচর পাওয়ার হাউজ এলাকায় দোহার টু ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলু তালুকদার উপজেলার দোহার ঘাটা এলাকার সৈয়দ আলী তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দোহার বাজার থেকে একটি ইজিবাইকে লাভলু তালুকদার তার অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে মেঘুলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এসময় ইজিবাইকটি কাজিরচর পাওয়ার হাউজ এলাকায় নগর পরিবহনকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের উপর গিয়ে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ইজিবাইকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় লাভলু তালুকদারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলেও স্থানীয়রা জানান। এদিকে লাভলুর এমন মৃতুতে খবরে তার পরিবারসহ দোহার ঘাটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।