ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
ই-পেপার মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সাত কলেজে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা:
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০২ পিএম  (ভিজিটর : ২০০)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের  সাক্ষাৎকারের সময়সূচী প্রকাশ করা হয়েছে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই  সময়সূচী প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান ইউনিটের জন্য  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কোটা, শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রতিবন্ধী কোটা এবং উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায়, ওয়ার্ড কোটার সাক্ষাৎকারে সময়সূচী নির্ধারণ করা হয়।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায়, ওয়ার্ড কোটা এবং শুক্রবার (২০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকারে সময়সূচী নির্ধারণ করা হয়।

বাণিজ্য ইউনিট শনিবার (২১ সেপ্টেম্বর) উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায়, ওয়ার্ড কোটা এবং মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকারে সময়সূচী নির্ধারণ করা হয়।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের যেসব  প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে: 

১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। 
২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র।
৩. মুক্তিযোদ্ধার মূল সনদপত্র। 
৪. মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য কাগজপত্র। ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন অথবা উপজেলা বা জেলা প্রশাসন প্রদত্ত সনদ।
৫. ওয়ার্ড কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক মূল প্রত্যয়নপত্র।
৬. উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক অথবা উপজাতি প্রধান অথবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
৭. দৃষ্টি, বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মূল আইডি।
৮. হরিজন ও দলিল সম্প্রদায়ের ক্ষেত্রে জেলা প্রশাসক অথবা হরিজন ও দলিল সম্প্রদায়ের প্রধানের সনদপত্র। 
৮. অনলাইন বিষয় ও কলেজ পছন্দক্রমের প্রিন্টকৃত কপি।

উল্লেখ্য, ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ যথাক্রমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]