প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৫ পিএম (ভিজিটর : ১২২)
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ করে।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামন, বিএনপি নেতা ডা. কে,এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান।