ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
ই-পেপার শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সৈকতে ভেসে এলো আরও এক জেলের দেহ
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৩ পিএম  (ভিজিটর : ২০৯)
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও এক জেলের দেহ। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে সৈকতের পশ্চিম কুতুবদিয়া পাড়া পয়েন্টে দেহটি ভেসে আসে। এ নিয়ে মোট ৬ জন জেলের দেহ উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার ওসমান গণি। তিনি জানান, সৈকতের পশ্চিম কুতুবদিয়া পাড়া পয়েন্টে একজন জেলের দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা দেহটি কূলে নিয়ে আসে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে মরদেহটির পরিচয় মেলেনি। 

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, রোববার ভোরে এক জেলের মরদেহ ভেসে আসে। পরে সেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের ৮ টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৭০ জন মাঝি-মাল্লা রয়েছে। যাদের সঙ্গে  যোগাযোগ বন্ধ রয়েছে। 

কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ ট্রলারগুলো হলো, এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।

ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও জানান, ঝড়ো হাওয়া আকারে বৃষ্টিপাত হওয়ায় উপকুলে ফিরছিলেন জেলেরা। প্রতিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮ টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। 

সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৭০ জন। আর শনি ও রবিবার ৬ জন জেলের দেহ উদ্ধার করা হয়।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]